শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

হাঁটতে শুরু করেছে মায়া মেরহি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম


গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার মায়া মেরহি নামের ছোট্ট যে প্রতিবন্ধী শিশুটি টিনের কৌটায় ভর দিয়ে চলত, কৃত্রিম পা পরে গত শনিবার থেকে সে স্বাভাবিক মানুষের মতো হাঁটতে শুরু করেছে। মায়ার চিকিৎসা হয়েছে ইস্তাম্বুলে। আরব নিউজ জানিয়েছে, মায়ার বাবা মোহাম্মদও চিকিৎসা ও কৃত্রিম পা লাগানোর জন্য তুর্কি রেডক্রিসেন্টের সহায়তা পেয়েছেন। মায়ারা মূলত সিরিয়ার আলেপোর বাসিন্দা ছিল। সেখানে যুদ্ধের তীব্রতা বাড়তে থাকলে তারা বিদ্রোহী অধ্যুষিত ইদলিবে আশ্রয় নেয়। শরণার্থী শিবিরে হার না মানা মায়ার সংগ্রামের চিত্র বিশ্ববাসীর সামনে উঠে আসে বার্তা সংস্থা এএফপির মাধ্যমে। সেসময় ছোট্ট শরীরটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে নিতে মায়াকে ব্যবহার করতে হতো টিনের কৌটা। মায়ার পায়ের সমস্যাটা জন্মগত, আছে চিকিৎসা শাস্ত্রে যার নাম ‘কনজেনিটাল অ্যামপুটেশন।’ মায়া বাবা মোহাম্মদেরও একই সমস্যা আছে। চিকিৎসার পর তাদের দুইজনের অবস্থারই উন্নতি হয়েছে। কৃত্রিম পা পরে মায়া শনিবার থেকে হাঁটছে, অন্য শিশুদের সঙ্গে খেলছে। মায়ার বাবা মোহাম্মদ বলেছেন, ‘তাকে হাঁটতে দেখে আমার খুব ভালো লাগছে। আমাদের পরিবারের সবাই তাকে নিয়ে আনন্দিত।’ তুর্কি রেডক্রিসেন্ট মোহাম্মদের জন্যও কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দিয়েছে। রয়টার্স।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন