ভক্তদের মনে তার অবস্থান ঠিক থাকলেও গত কয়েকটি বছর যে বলিউডের এক সময়ের বাদশা শাহরুখ খানের ক্যারিয়ার যে ঠিক আগের মত নেই তা বলার জন্য বিশেষজ্ঞ হতে হয় না। অনেকে বলে তার ক্যারিয়ারের চমক আকর্ষণ শেষ হয়ে গেছে আবার অনেকে বলছে তার রঙিন ক্যারিয়ার ফিকে হয়ে গেছে। বাস্তবেই কি তাই? তার জবাব অনেকাংশে মিলবে ‘জিরো’ ফিল্মটি মুক্তি পাবার পর। তবে তার জন্য প্রথমে চলচ্চিত্রটিকে পেরোতে হবে এর বিশাল বাজেটের ব্যয়। শাহরুখ খান অভিনীত এ যাবত কালের সব চেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র ‘জিরো’। এটি নির্মাণে ব্যয় হয়েছে ২০০ কোটি রুপি। এখন দেখতে হবে এর নির্মাণ আর কাহিনী ভক্ত দর্শকদের কতটা আকর্ষণ করে। ‘’জিরো’ আগামীকাল মুক্তি পাবে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং কালার ইয়েলো প্রডাকশন্সের ব্যানারে। ড্রামা ফিল্মটি প্রযোজনা করেছেন গৌরি খান। আনন্দ এল. রাইয়ের পরিচালনায় অভিনয় করেছেন শাহরুখ খান, আনুষ্কা শর্মা, ক্যাটরিনা কাইফ, তিগমাংশু ঢুলিয়া, বৃজেন্দ্র কালা, শিবা চাধা, মোহাম্মদ জিশান আইয়ুব এবং অতিথি ভূমিকায় সালমান খান, গণেশ আচারিয়া, আর. মাধবন, শ্রীদেবী, কারিশমা কাপুর, কাজল, মাধুরী দীক্ষিত, কারিনা কাপুর খান, আলিয়া ভাট এবং রানি মুখার্জি। সঙ্গীত পরিচালনা করেছেন অতুল গোগাবালে এবং অতুল গোগাবালে। একজন বঞ্চিত বেটে মানুষ, এক সেরিব্রাল পালসি আক্রান্ত বিজ্ঞানী নারী এবং এক অভিনেত্রীর মাঝে ত্রিভুজ প্রেমের গল্প এটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন