গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্যালো মেশিন দিয়ে অবৈধভাবে যত্রতত্র ভূ-গর্ভস্থ বালু উত্তোলন বন্ধ করে মহাসড়ক, ব্রিজ, সরকারি-বেসরকারি স্থাপনাসহ কৃষিজমি ধ্বংসের হাত থেকে রক্ষার দাবিতে গতকাল শনিবার সকালে সচেতন এলাকাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গোবিন্দগঞ্জ শহরের ঢাকা-রংপুর মহাসড়কের চতুরঙ্গ মোড়ে অনুষ্ঠিত উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, ওয়ার্কাস পার্টির সভাপতি এম এ মতিন মোল্লা, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আশাদুজ্জামান হিরু, ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের যুগ্মআহ্বায়ক জালাল উদ্দিন রুমী, যুবলীগ মো. নুরুন্নবী সরকার নান্নু, সাপামারা ইউনিয়ন আ.লীগ মো. ইউপি সদস্য আফাস আলী প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন