দীর্ঘ দিন ধরে লিখছেন কথাসাহিত্যিক জাফর রাজীব। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,
এবার বই মেলায় আমার ২টি উপন্যাস বের হয়েছে। একটির নাম ‘আগুনজোছনা’ অন্যটি ‘বসন্ত স্নান’
আগুনজোছনা বের করেছে- প্রতিভা প্রকাশনী। পৃষ্ঠা : ৮৭
স্টল : ১৫৬, ১৫৫। মূল্য : ১৭০ টা :
‘বসন্ত স্নান’ একই প্রকাশনী থেকে বের হয়েছে।
পৃষ্ঠা ১০৩।
দুটোই রোমান্টিক উপন্যাস। আশা করি পাঠক পড়ে তৃপ্তি পাবেন।
অন্য এক পশ্নের উত্তরে লেখক জানান, মেলায় গিয়ে ছিলাম। এখনো জমেনি। লোকজনও কম।
তবে সব বইয়ের দামই একটু বেশি। দাম কম হলে ক্রেতাদের জন্য সুবিধা হতো ।
এ বিষয়ে কয়জন রশিক পাঠক বলেন, এভাবে বইয়ের দাম বাড়তে থাকলে ভবিষ্যতে পাঠক আর বই কিনতে সাহস পাবে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন