প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ ছাত্রলীগসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের সর্ম্পকে ফেসবুকে আপত্তিকর ও মানহানীকর তথ্য প্রকাশ ও প্রচারণার অভিযোগে এক যুবককে আটক করেছে র্যাব-১এর সদস্যরা। রবিবার রাতে গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকা থেকে মো: আলহাজ মিয়া (১৯) নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। সে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার চরপাড়া বর্ধমবাড়ি এলাকার মো: জামাল মিয়ার ছেলে। সে শ্রীপুরের আনসার রোড এলাকার সুশমা বেগমের বাড়ির ভাড়াটিয়া।
র্যাব-১এর কোম্পানী কামান্ডার লে: কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, আটককৃত মো: আলহাজ মিয়া তার নিজ নামে আইডি ব্যবহার করে দীর্ঘদিন ধরে ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার, বিভিন্ন মন্ত্রীসহ নির্বাচন কমিশন, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্বনামধন্য ব্যক্তিদের ছবি বিকৃতিসহ তাদের বিরুদ্ধে বিভিন্ন আক্রমনাত্মক, কুরুচিপূর্ণ, মানহানিকর, বিভ্রান্তি সৃষ্টিকারী এবং ধর্মীয় উস্কানিমুলক মিথ্যা তথ্য প্রচার করে আসছিল বলে স্বীকার করে। আটককৃত মো: আলহাজ মিয়ার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন