একুশের বই মেলা ধীরে জমে উঠছে।বাড়ছে লোকজন। তবে বেচা-বিক্রি তেমন শুরু হয়নি।প্রতিদিন নতুন বই আসছে। আড্ডা হচ্ছে।
এবার মেলার সাজ-সজ্জা চমৎকার। স্টল গুলো সুন্দর ভাবে সাজানো হয়েছে। পানি দিচ্ছে টাকা ছাড়া, কেথাও বিনে পয়সায় আবার কফি!
মেলা চলছে একাডমি চত্বর আর সোহরাওয়ার্দীর উদ্দানে। ঘুরতে সুবিধা।
তবে হাঁটতে কষ্ট হচ্ছে বয়স্কদের। কবিতা, শিশুতোষ বই,উপন্যাস, প্রবন্ধ -সব ধরনের বইই মেলাকে আলোকিত করে চলেছে।
মেলায় এসছে টাংগাইল থেকে হারুন নামের এক তরণ।তিনি বলেন,মেলা বেশ লাগছে। সুন্দর সুন্দর বই রয়েছে। রয়েছে বাহারি খাবার।এসব দোখে তিনি মুগ্ধ।
শেফাল আখতার এসেছ উত্তরা থেকে।বাচ্চাদের জন্য তিনি কিছু পছন্দের বই কিনবেন। এখন শুধু দেখছেন বই। কিনবেন ২/১ দিনের মধ্যে।লেখকরা আসছে, গল্প করছে।দেখার মত দৃশ্য। হাশেম শেখ (৬০) এবার প্রথম মেলায় এসেছেন তার জীবনে।বইয়ের নতুন নতুন, রংগিন বই আর নিরাপত্তার দিকটি তার এবার ভাল লাগছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন