বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কৃষকদের বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ

নওগাঁ জেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতসহ ৩ দফা দাবিতে নওগাঁয় মহাসড়কে সবজি ফেলে সড়ক অবরোধ ও বিক্ষেভ সমাবেশ করেছেন কৃষকরা। শনিবার বেলা ১২ টায় শহরের ব্রিজের মোড়ে প্রধান সড়কে কর্মসূচী পালন করেন তারা। বাংলাদেশ কৃষক সমিতি নওগাঁ জেলা শাখা এর আয়োজন করেন।
জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি অ্যাড. মহশিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা বাসদের আহ্বায়ক জয়নাল আবেদীন মুকুল, আদিবাসী নেত্রী রেবেকা সরেন, কমিউনিষ্ট পার্টির মোমিনুল ইসলাম, ছাত্র ইউনিয়নের রেজোয়ান, উজ্জল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত ছাড়াও কৃষি উপকরনের সাশ্রয়ী দাম ও ইউনিয়ন পর্যায়ে সরকারী ক্রয় কেন্দ্র চালুরও দাবী জানান। পরে তারা নওগাঁয় মহাসড়কে বিভিন্ন রকম সবজি ফেলে সড়ক অবরোধ করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন