শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

সাবেক ইডেন অধ্যক্ষ মাহফুজা হত্যার ঘটনায় আটক ২

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২৯ পিএম

ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যাকাণ্ডের ঘটনায় মামলার গৃহকর্মী স্বপ্নাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে রাজধানীর নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, সাবেক ইডেন কলেজের অধ্যক্ষ মাহফুজা হত্যা মামলার প্রধান দুই আসামির মধ্যে এক গৃহকর্মী স্বপ্না ও গৃহকর্মী সরবারহকারীকে আটক করা হয়েছে।
 
এ বিষয়ে বিকেল ৩টায় নিউমার্কেট থানায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান ওসি আতিকুর।
 
এর আগে রোববার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসা থেকে ইডেনের সাবেক অধ্যক্ষ মাহফুজার মরদেহ করে পুলিশ। পরে সোমবার (১১ ফেব্রুয়ারি) মাহফুজার স্বামী ইসমত কাদির গামা বাসার দুই গৃহকর্মী রেশমা ও স্বপ্নাকে আসামি করে নিউমার্কেট থানায় মামলা দায়ের করেন।
 
মাহফুজার গ্রামের বাড়ি গোপালগঞ্জ। ২০০৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের এপ্রিল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন মাহফুজা চৌধুরী।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন