শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নতুন ধারাবাহিক নাটক শান্তিপুরীতে অশান্তি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

বৈশাখী টিভির নতুন ধারাবাহিক নাটক ‘শান্তিপুরীতে অশান্তি’। প্রতি মঙ্গল থেকে বৃহষ্পতিবার রাত ৮ টায় প্রচার হবে নাটকটি। অভিনয়ে-ওয়াহিদা মল্লিক জলি, রহমত আলী, তুষার খান, সাইকা আহমেদ, আরফান নিশো, আরমান পারভেজ মুরাদ, শবনম ফারিয়া, তানজিকা, অর্ষা, কায়েস চৌধুরী প্রমুখ। ধারাবাহিকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। নাটক নিয়ে সকাল আহমেদ বলেন, রাজধানী ঢাকার একটি বাড়ির নাম শান্তিপুর। অপার শান্তির আশাতেই এমন নাম দেওয়া হয় বাড়িটির। এ বিশাল বাড়ির মালিক দু’জন। রহমত আলী ও ওয়াহিদা মল্লিক জলি। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী হলেও কেউ কারো ধার ধারে না। প্রত্যেকেরই আলাদা ফ্ল্যাট আলাদা ভাড়াটিয়া। স্বামী-স্ত্রীর সম্পর্কটা সাপে-নেউলে। তাদের চিৎকার চেচামেচিতে শান্তিপুরী রূপ নেয় অশান্তিপুরীতে। এই অশান্তিপুরী থেকে ভাড়াটিয়ারাও বিদায় নেয় একে একে। এ অবস্থায় রহমত আলী কয়েকজন ব্যাচেলর ছেলেকে ভাড়া দিয়ে তার গ্যাং তৈরি করে। ব্যাচেলর ছেলেরা রহমত আলীর পরামর্শে ওয়াহিদা মল্লিক জলিকে নানা ভাবে অপমান করে। তাদের যন্ত্রনায় একসময় অতিষ্ট হয়ে ওঠে জলি। কি করবে ভেবে পায় না। পাশের বাসার সাইকা আহমেদের সঙ্গে পরামর্শ করে। তিনিও জলিকে কয়েকজন ব্যাচেলর মেয়েকে ভাড়া দেওয়ার পরামর্শ দেন। যে কথা সেই কাজ। ওয়াহিদা মল্লিক জলিও কয়েকজন মেয়ে ব্যাচেলরকে ভাড়া দিয়ে গ্যাং তৈরি করে। শুরু হয় একজনকে শায়েস্তা করতে অপরজনের নানা প্রতিযোগিতা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
আশরাফুল কবির জাহাঙ্গীর ২ মার্চ, ২০১৯, ৭:৫৫ পিএম says : 0
আমি প্রথমে শান্তিপুরীতে অশান্তি নাটকের পরিচালকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিন্দন। আপনার এই নাটকটি আমার কাছে ভালো লেগেছে But আমি সবগুলো পর্ব দেখতে পারি নাই কারন সব পর্ব ইউটিওবে পাচ্ছি নাহ আমি ৪৩ টা পর্ব পেয়েছিলাম সেটিই দেখেছি। আমি বাকি পর্বগুলো দেখার আশা করছি। এই নাটকের বড় মজার বিষয় হচ্ছে আরফান নিশো। আমি আরফান নিশো ভাইয়ের নাটক দেখি। নিশো ভাইকে এত ভালো এবং নিশো ভাইয়ের অভিনয়গুলো অনেক অনেক ভালো লাগে। যদি আরফান নিশো ভাইয়ের সাথে দেখা করতে পারতাম, সেই দিন সবচেয়ে বড় হ্যাপি হতাম আমি। অনেক অনেক ভালোবাসি আরফান নিশো ভাইকে। নিশো ভাই আমার সালাম নিবেন।
Total Reply(0)
SAIFUL ISLAM BABU ৩০ এপ্রিল, ২০১৯, ৭:০১ পিএম says : 0
আমি এই নাটকটির খুব ভক্ত তাই দেখার খুব আগ্রহ!
Total Reply(0)
Farid Khan ২১ মে, ২০১৯, ২:১৭ পিএম says : 0
কি যে ভালো লাগে নাটকটি দেখে । শুধু মজা আর মজা । হাসি আর হাসি । থ্যাংকস সকাল ভাই
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন