মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আলোকিত নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন শবনম

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

দীর্ঘ পঞ্চাশ বছরের বেশি সময় ধরে চলচ্চিত্রে জড়িয়ে আছেন অভিনেত্রী শবনম। চলচ্চিত্রে তার অসামান্য অবদান এবং বাংলাদেশের সংস্কৃতির বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নারী দিবসে আরটিভি আয়োজিত ‘আলোকিত নারী ২০১৯’ সম্মাননা পাচ্ছেন তিনি। আগামী ৮ মার্চ রাজধানীর অভিজাত একটি পাঁচ তারকা হোটেলে শবনমের হাতে আরটিভির পক্ষ থেকে এই সম্মাননা তুলে দেয়া হবে বলে জানান শবনম। বাংলাদেশের সিনেমাতে অভিনয় করে চলচ্চিত্রে শবনমের যাত্রা শুরু হলেও দীর্ঘ একটি সময় তিনি পাকিস্তানের সিনেমাতে অভিনয় করেছেন। সেখানে অভিনয় করে সেখানকার সিনেমার সর্বোচ্চ স্বীকৃতি নিগার অ্যাওার্ডে ভূষিত হয়েছেন ১১বার। বিশ আগে শবনম দেশে ফিরে দেশেই স্থায়ী হন। তখন তিনি কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ সিনেমায় অভিনয় করেন। এতে তিনি প্রয়াত নায়ক মান্না’র আম্মাজানের ভূমিকায় অভিনয় করেন। তবে এরপর আর কোন সিনেমাতে তাকে অভিনয়ে দেখা যায়নি। তবে বাংলাদেশের সিনেমার শুরুর দিকে শবনমের বিশেষ ভূমিকা রয়েছে। শবনম বলেন, ‘আমি গর্বিত আমার দেশের প্রধানমন্ত্রী একজন নারী। আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সুন্দরভাবে পরিচালনা করে আরো উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাকে এই জন্য আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। সুন্দরভাবে দেশ পরিচালনার জন্যই আমরা বেশ শান্তিতে বসবাস করছি। ধন্যবাদ আরটিভি পরিবারকে আমাকে নারী দিবসে আলোকিত নারী সম্মাননায় ভূষিত করার উদ্যোগ নেবার জন্য। নিঃসন্দেহে এই সম্মাননা আমার চলার পথকে আরো অনেক বেশি অনুপ্রাণিত করবে। একজন নারী হিসেবে এই স্বীকৃতি আমাকে আরো আলোকিত করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন