টানা ৬ মাস শূটিংয়ের পর শেষ হলো ধারাবাহিক নাটক বাংগি টিভির নির্মাণ কাজ। রচনা ও পরিচালনায় ছিলেন কচি খন্দকার। তিনি এ নাটকে মঞ্চ নাটকের থেয়েটার এর গুরুত্ব তুলে ধরেছেন। নাটকটি খুব শিঘ্রই নাগরিক টিভিতে প্রচার করা হবে। এ নাটকে ১০০ বছরের বৃদ্ধের চরিত্রে অভিনয় করেছে মোশাররফ করিম। এ ব্যাপারে মোশাররফ করিম বলেন, এই নাটকটি করে খুব মজা পেয়েছি। আর বৃদ্ধের চরিত্রে অভিনয় করে অনেক আনন্দ পেয়েছি। আশা করি, দর্শকরা এই নাটকটি দেখে খুব মজা পাবে। নাটকটির শূটিং হয়েছে গাজীপুরের কালিগঞ্জ উপজেলার শূটিং ¯পটে। নির্মাতা জানান, নাটকটি দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করবে। এটি অন্যরকম একটি নাটক। অন্যসব নাটকের চেয়ে এই নাটক এর গল্প আলাদা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন