নির্মাতাা সাগর জাহান মানেই ভিন্ন কিছু। আর এমন ভিন্ন কিছুর দেখা মিলে বিশেষ দিবসে। আসছে বৈশাখে একই পরিচালকের দুই নাটকে দেখা যাবে অভিনেতা মোশাররফ করিমকে।
নির্মাতাা সাগর জাহান পরিচালিত ‘এক বৈশাখী ভোরে’ এবং ‘বনলতা ও জোনাকির গল্প’ নামের দুটি নাটকে মোশাররফের বিপরীতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম।
নির্মাতা সাগর জাহান বলেন, মোশাররফকে নিয়ে আমার কাজের অভিজ্ঞতা বেশ পুরনো। আমার নাটক দুটিই ভালোবাসার গল্প দিয়ে সাজানো। কিছুটা কমিডিও বটে। দর্শকরা আনন্দ পাবে।
পহেলা বৈশাখে দুটি নাটকই দুটি আরটিভি ও বাংলাভিশনে প্রচার হবে বলে জানান নির্মাতা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন