শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শুরু হয়েছে মোশাররফ করিমের নতুন ধারাবাহিক বাঙ্গি টেলিভিশন

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

প্রচার শুরু হয়েছে কচি খন্দকার পরিচালিত ধারাবাহিক নাটক বাঙ্গি টেলিভিশন। নাটকটি শনি, রবি ও সোমবার রাত ৯টায় নাগরিক টিভিতে প্রচার হচ্ছ। নাটকটি পরিচালনা করেছেন কচি খন্দকার। অভিনয় করেছেন মোশাররফ করিম, জেনি, জুঁই, জান্নাতুল সুমাইয়া হিমি, এমিলা, রিফাত জাহান, মামুনুর রশিদ, আবুল হায়াত, রহমত আলী, ফারুক আহমেদ, শহীদুজ্জামান সেলিম, সাজু খাদেম, তারিক স্বপন, মুসাফির সৈয়দ বাচ্চু, রিফাত চৌধুরী প্রমুখ। নাটকটি সম্পর্কে মোশাররফ করিম বলেন, পৃথিবীতে কত ধরনের টেলিভিশন আছে। যেমন ¯েপার্টস, নিউজ, রান্না, অ্যাডভেঞ্চার, ট্রাভেল প্রভৃতি। ঠিক সে রকমের একটা টেলিভিশন বাঙ্গি টেলিভিশন। বাঙ্গি টেলিভিশন এর মূল উদ্দেশ্য নির্মল বিনোদনের মাধ্যমে মানুষের মন জয় করা। কচি খন্দকার বলেন, এই টেলিভিশনের মালিক ধনাঢ্য শিল্পপতি আবুল কাশেম। তিনি দুজন ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে তার টেলিভিশনে যুক্ত করেছেন। তারা ক্রিয়েটিভ ডিরেক্টর এবং এই টেলিভিশনের মালিকানার সঙ্গে যুক্ত। এই টেলিভিশনে যেমন সিইও, হেড অব প্রোগ্রাম, হেড অব মার্কেটিং, প্রোগ্রাম প্রডিউসার-সহ অসংখ্য কর্মচারী-কর্মকর্তা যুক্ত। টেলিভিশনটির নাম বাঙ্গি কিভাবে হয়, মূলত এখান থেকেই এর কাহিনী সূচনা। নাটকটির থিম সং-এর কথা লিখেছেন মারজুক রাসেল। সংগীত ও কন্ঠ দিয়েছেন পলাশ নূর। উল্লেখ্য, মোশাররফ এই নাটকে চার থেকে পাঁচরকমের চরিত্রে অভিনয় করেছন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন