শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শর্তের বেড়াজালে বন্ধ হতে পারে ১০ হাজার ইটভাটা

বগুড়ায় সংবাদ সম্মেলনে তথ্য

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৯, ৬:৫৪ পিএম

স্কুল, বাড়িঘর, ফসলী জমির পাশে ইটভাটার অনুমতি ও পরিবেশ ছাড়পত্র দেওয়া হবেনা , ইটের ৫০ % ভাগ ফাঁকা রেখে (হ্যালো ব্রিক) পদ্ধতিতে ইট তৈরী করতে হবে, জেলা প্রশাসকের অনুমতি পত্র ছাড়া ইট তৈরীর জন্য কাঁচা মাটি সংগ্রহ করা যাবেনা এমন ধরনের বহু শর্তের বেড়াজালে বন্ধ হয়ে যেতে পারে দেশের ১০ হাজার ইট ভাটা।’ এমন শঙ্কার কথা বললেন উত্তর বঙ্গ ইটভাটা মালিক সমিতি গুলোর যৌথ কমিটির আহ্বায়ক মোঃ সদরুল ইসলাম।

তিনি শনিবার বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উত্তর বঙ্গের অর্ধশতাধিক ইটভাটা মালিকদের উপস্থিতিতে লিখিত বক্তব্যে তিনি বলেন, সরকারি নীতিমালার আলোকে দেশের প্রায় সব ইটভাটাতেই এখন ১২০ ফিট উঁচু চিমনি স্থাপনের কাজ শেষ হয়েছে। এজন্যে প্রতিটি ভাটা মালিককে অতিরিক্ত ৪০ /৫০ লাখ টাকা ব্যয় করতে হয়েছে। এরপর জিগজ্যাগ পদ্ধতির ফিল্টারিং সিস্টেমের জন্য আরও ব্যয় হয়েছে ৩০ লাখ টাকা। তারপরও বারবার জটিল জটিল শর্তের বেড়াজাল সম্বলিত নতুন নতুন আইনের কারণে ইটভাটার ব্যবসা করাই অসম্ভব হয়ে পড়েছে। সর্বশেষ ২০১৮ সালের আইনটি ইটভাটার পরিচালনার ক্ষেত্রে ভয়ানক বাধা হয়ে দাঁড়িয়েছে।

অবিলম্বে আইনটি সংশোধন না করা হলে হয়তো বন্ধই হয়ে যাবে দেশের ১০ হাজার ইটভাটা । কর্মচ্যুত হবে লাখ লাখ ইট শ্রমিক। সরকারও বঞ্চিত হবে ৪০০ কোটি টাকার রাজস্ব থেকে । সংবাদ সম্মেলনে সমিতির বগুড়া শাখার সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
ash ৯ মার্চ, ২০১৯, ৯:০৮ পিএম says : 0
GOOD !! BANGLADESH E EIT VATA PUROPURI BONDHO KORA WCHITH !! BLOCK USE KORA WCHITH !! ONNANO DESH E CLAY DIE MACHINE EIT BANAY KINTU BANGLA DESH E DOASH MATI DIE (DESHER SOFT MATI) EIT BANAY, ER KARJOKARITA KHUB E KOM AND RISK ! ETA DESHER BAWKEO MARATTOK VABE DUSHITO KORE, FOSHORE MARATTOK KHOTI KORE
Total Reply(0)
ash ৯ মার্চ, ২০১৯, ৯:১৩ পিএম says : 0
BULL_SHIT LAKH LAKH SROMIK !! R EIT ER VATA KUTHI KUTHI MANUSH KE MARCHO DUSHITO DHUA DIE !!
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন