শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জাতীয় শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদক পেলেন মাজেদা সুলতানা

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৯, ৩:১১ পিএম

ঢাকার কেরানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজেদা সুলতানা এবার জাতীয় শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। তিনি গত বুধবার(১৩মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শ্রেষ্ঠ উপজেলা কর্মকর্তার পুরস্কার ও পদক গ্রহণ করেন। কেরানীগঞ্জ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজেদা সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, এবছর ১৯টি ক্যাটাগরির মধ্যে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য তাকে জাতীয় শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত করা হয়। ২০০৫সালে পিএসসির মাধ্যমে তিনি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে নিয়োগ লাভ করেন। চট্রগ্রামের বোয়ালখালী উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে তিনি চাকুরী জীবন শুরু করেন। পরে টাংগাইলের ঘাটাইল, মুন্সীগঞ্জের টুঙ্গী বাড়ি,ঢাকার কেরানীগঞ্জ, রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কেরানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।তিনি চাঁদপুর জেলা সদরে জন্মগ্রহন করেন। তার বাবা মরহুম একেএম আমির হোসেন সরকার ছিলেন একজন মুক্তিযোদ্ধা এবং মা রহিমা খাতুন একজন রত্নগর্ভা। তাদের ১০ভাইবোনের মধ্যে তিনি হলেন নবম। তারা সবাই উচ্চ শিক্ষিত এবং সরকারী চাকুরীতে ভালপদে কর্মরত আছেন। ব্যাক্তি জীবনে তিনি দুই সন্তানের জননী। তার স্বামী হাবিবুর রহমান ২২তম বিসিএস শিক্ষা ক্যাডারে উত্তীর্ন হয়ে বর্তমানে টঙ্গী সরকারী কলেজে এসাসিয়েট প্রফেসার হিসেবে কর্মরত আছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন