ব্রিজ আছে তবে এ্যপ্রোচ রোড ও দুই কিলোমিটার সড়ক পাকা না করায় জনদুর্ভোগ চলছে পাবনার সাঁথিয়া উপজেলায়। বৃষ্টির দিনে এই দুর্ভোগ আরও ভয়াবহ আকার নেয়। সাঁথিয়া উপজেলার সোনাতলা থেকে পাটগাড়ি পর্যন্ত দুই কিলোমিটার সড়ক এবং ব্রিজের দুই পাড়ে এ্যাপ্রোচ রোড দীর্ঘ দিনেও করা হয়নি। খালের উপর দাঁড়িয়ে আছে ব্রিজটি। কাঁচা রাস্তা দিয়ে নানা পণ্য নিয়ে যানবাহন, ঠেলাগাড়ি, গরুগাড়ি ও পায়ে হেঁটে সোনাতলা, ভিটাবাড়ি, সরিষা, সেলন্দা, পাটগাড়ি, নাগডেমরাসহ ৩০টি গ্রামের লোকজন চলাচল করছেন। এই পথে তাদের সাঁথিয়া সদরেও আসতে হয়। জানা গেছে, রাস্তার বেশীর ভাগ অংশ পড়েছে ভেদাপাড়া নামক বিলের মধ্যে। দুই কিলোমিটার পাকা সড়ক এবং ব্রিজ সংলগ্ন এ্যাপ্রোচ ও করার দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। কাবিখা, কাবিটা কত প্রকল্প এই এলাকায় হয়। কিন্তু সোনাতলা-পাটগাড়ি রাস্তা আর হয় না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন