সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাপ্ত খবর অনুযায়ী কোরআনুল করীমের নির্দেশের বিপরীতে বাইতুল মোকাররম মসজিদে সালাতু সালাম মাহফিল পবিত্র মিলাদ মাহফিল বিরোধী বক্তব্যের তীব্র প্রতিবাদ বিশ্ব সুন্নী আন্দোলন, বাংলাদেশ। আজ সকালে এর উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এর প্রতিবাদ করা হয় ।
নেতৃবৃন্দ কোরআনুল করীমের সুরা আহযাব ৫৬ নং আয়াত শরীফের উদ্ধৃতি দিয়ে বলেন, সালাতু সালাম মাহফিল (মিলাদ মাহফিল) ও তাজীমে রেসালাত কেয়াম আল্লাহতাআলার নির্দেশ।
এ মানববন্ধনে সভাপতিত্ব করেন আল্লামা শেখ রায়হান রাহবার। বক্তব্য রাখেন আল্লামা আরেফ সারতাজ, আল্লামা আবু আবরার চিস্তি, সুফী আহমদ শাহ মোর্শেদ, আওয়াল কাদেরী, শেখ হানিফ, মাঈনুল বারী, মাওলানা গোলাম ছাদেক, এডভোকেট শাকের হোসেন, অধ্যাপক মারুফ উদ্দিন, এডভোকেট মোকাররম হোসেন, আশরাফুল আলম, এডভোকেট মাঈনুদ্দিন, এডভোকেট শারমিন সুলতানা, এডভোকেট তানিয়া তানজিম, অধ্যাপিকা এমি নিশা।
নেতৃবৃন্দ বলেন, আল্লাহতাআলার নূর ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমনের শোকরিয়া এবং শুভাগমনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের শিক্ষামূলক পবিত্র বরকতময় রহমতময় ঈমানী মাহফিল ই সালাতু সালাম মাহফিল (পবিত্র মিলাদ মাহফিল) যা ব্যতীত ইসলামের অস্তিত্বই হয় না।
নেতৃবৃন্দ বলেন, সালাতু সালাম ও কেয়াম তথা তাজীমে রেসালাত ঈমানের অবিচ্ছেদ্য অংশ। তাঁরা বলেন, সালাতু সালাম কিয়াম বিরোধী বক্তব্য আল্লাহদ্রোহী রেসালাতদ্রোহী এবং ঈমান-দ্বীনের উপর সরাসরি হামলা, মুমিন মুসলমান যে কোন মূল্যে প্রতিরোধ ও প্রতিহত করবে।
নেতৃবৃন্দ বলেন, প্রাণের বিনিময়ে হলেও দয়াময় আল্লাহতাআলা ও তাঁর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেমের সালাতু সালাম কেয়াম মুমিনদের প্রাণের এবাদত সালাতু সালাম কায়েম রাখা হবে।
নেতৃবৃন্দ বলেন, সালাতু সালাম ও তাজীমে রেসালাত কেয়ামের বিরোধী মুসলিম দাবি করতে পারে না বরং আল্লাহতাআলা ও তাঁর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শত্রু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন