শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফরিদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৯, ৪:৩১ পিএম

রাষ্ট্রীয় কোষাগার হতে কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবী এবং জনপ্রতিনিধিদের সম্মানীভাতা প্রদানের দাবিতে ফরিদপুর পৌরসভাসহ জেলার ৫টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত ঘন্টা ব্যাপী ফরিদপুর প্রেসক্লাবের সামনে তারা মানববন্ধন অংশ নেয়।
মানববন্ধনে জেলা কমিটির সভাপতি সৈয়দ আশরাফের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আব্দুল আলিম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আজিজুল ইসলাম বাদল, আইন বিষয়ক সম্পাদক সৈয়দ আহাদুজ্জামান, তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ ফজলুল করিম, ফরিদপুর ইউনিট কমিটির সভাপতি মোল্লা মোঃ শফিকুল ইসলাম, সাধারন সম্পাদ মোঃ ফরহাদ হোসেন প্রমুখ।
বক্তরা অবিলম্বে সরকারের কাছে তাদের দাবি মেনে নেওয়ার আহবান জানান। অন্যথায় তারা আগামীতে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষনা দেন কর্মসূচি থেকে।
মানববন্ধন শেষে পৌরসভার সকল ধরনের সেবা বন্ধ করে কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মসূচি অংশ নেয় জেলার ৫টি পৌরসভার নিজ নিজ পৌরসভা অফিসের সামনে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন