শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সাকিবের নিষেধাজ্ঞা পূর্ণ বিবেচনার দাবীতে সিলেটে মানববন্ধন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৯, ৩:০৬ পিএম

বিশে^র অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা পূর্ণবিবেচনার দাবীতে সিলেট মানববন্ধন কর্মসূচী পালন করেছেন ভক্ত সমর্থকরা। ‘১৬ কোটি মানুষের প্রাণ সাকিব আল হাসান’ গ্রুপ সিলেট শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গ্রুপের সিলেটের সিনিয়র এসোসিয়েট বুরহান উদ্দিন ফাহাদের সভাপতিত্বে ও আমিনুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন- বুরহান উদ্দিন, সারওয়ার আহমদ, তানভীর আহমদ, জান্নাতুল ফেরদৌস, আব্দুস শহীদ, আব্দুল ওয়াদুদ, রুম্মান আহমদ, জামিল আহমদ, তাজুল ইসলাম, মিলাদ খান, হাবিব আহমদ, গোলাম রাজা কিবরিয়া, আব্দুল হালিম, মইনুদ্দিন সুফিয়ান, তাওহীদ আহমদ, সাকিব চৌধুরী, নাজমুস সাকিব, দুলাল আহমদ, বেলাল আহমদ, আব্দুল আজিজ সহ আরো অনেকে। মানববন্ধনে বক্তারা বিসিবিকে প্রকৃতভাবে সাকিবের পক্ষে এসে আইসিসির কাছে আবেদন শাস্তি কমিয়ে আনা সহ বাংলাদেশ ও বিশ^ ক্রিকেটের এক কিংবদন্তী হিসেবে সাকিবের নিষেধাজ্ঞা পূর্ণবিবেচনার দাবী জানান তারা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন