শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

অ্যাসিডে ঝলসে গেছে দীপিকা মুখ!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৯, ৭:২০ পিএম

লক্ষ্মী আগরওয়ালের লড়াইয়ের কথা সকলেরই জানা। ২০০৫ সালে তাকে এক যুবক প্রেম প্রস্তাব দেয়। প্রত্যাখ্যান করেছিলেন লক্ষ্মী। এই ‘অপরাধে’ ওই যুবক লক্ষ্মীর মুখ-সহ গোটা শরীর লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়ে। দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন তিতি। এরপর অস্ত্রোপচার করে সুস্থ হন। তাতেও দমেননি লক্ষ্মী। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। অ্যাসিড কেনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে দেশের সর্বোচ্চ আদালত। একটি এনজিওর হয়ে অ্যাসিড আক্রান্তদের নিয়ে কাজ করতেন লক্ষ্মী। পরে বিয়েও করেন। সন্তানও রয়েছে তার। কিন্তু সাংসারিক জীবনেও সেভাবে সফল হননি তিনি।
আপাতত বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে লক্ষ্মীর। সন্তান ও মাকে নিয়ে মুম্বইতে একটি ছোট ফ্ল্যাটে দিন কাটান লড়াকু এই মহিলা। লক্ষ্মীর সংগ্রামের কাহিনী নিয়ে চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নেন মেঘনা গুলজার। লক্ষ্মীর চরিত্রের জন্য তিনি বেছে নেন দীপিকাকে। অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে অভিনয় করতে বলিউড সুন্দরী দীপিকা পাড়ুকোনও রাজি হয়ে যান। সে খবর আগেই প্রকাশ হয়েছে। কিন্তু অ্যাসিড আক্রান্তের চেহারায় দীপিকাকে কেমন লাগবে, তা নিয়ে কৌতূহল ছিল। এবার তার নিরসন হল। প্রকাশ পেল ‘ছপাক’ চলচ্চিত্রের ফার্স্ট লুক।
দীপিকা তার টুইটার প্রোফাইলে নিজের নতুন চলচ্চিত্রের নতুন লুক প্রকাশ করেছেন। স্থিরচিত্রটিতে দেখা গিয়েছে আয়নার পাশে দাঁড়িয়ে রয়েছেন দীপিকা। চেহারা তার অ্যাসিড আক্রান্তের মতোই কুঁচকে গিয়েছে। একঝলকে লক্ষ্মী আগরওয়ালের সঙ্গে তেমন কোনো অমিল চোখে পড়ছে না। বরং দীপিকাকে এই চরিত্রে বেশ ভালোই মানাচ্ছে।
‘পদ্মাবত’ এবং বিয়ের পর এটাই দীপিকার প্রথম চলচ্চিত্র। এই চলচ্চিত্রে ফক্স স্টার স্টুডিওর সঙ্গে মিলে সহ প্রযোজক হিসাবেও রয়েছেন দীপিকা নিজেই। চলচ্চিত্রটিতে দীপিকার চরিত্রটা প্রসঙ্গে পরিচালক মেঘনা গুলজার বলেছিলেন, ‘এই চলচ্চিত্রে দীপিকাকে আপনারা চিনতেই পারবেন না। দীপিকার চেহার সঙ্গে চরিত্রের চেহারার কোনো মিলই নেই। অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের সঙ্গে এখানে দীপিকার অদ্ভুত মিল রয়েছে।’
চলচ্চিত্রটি নিয়ে ভুক্তভোগী লক্ষী আগরওয়াল ভারতীয় একটি গণমাধ্যমকে বলেছেন, ‘আমার এই চরিত্রটাতে দীপিকা অভিনয় করায় আমি ভীষণ খুশি। ওনাকে বিচার করার আমার কোনো যোগ্যতাই নেই। আমি কীভাবে ওনার বিচার করতে পারি, উনি যে কাজটা করতে চলেছেন সেটা আমি পারি না। এর আগেও তিনি অসাধারণ চরিত্রে অভিনয় করেছেন, আমি জানি উনি ওনার সেরাটাই দিয়েছেন।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Sharif ৩০ মার্চ, ২০১৯, ২:২৫ এএম says : 0
faltoo news
Total Reply(0)
mofiz ৩১ মার্চ, ২০১৯, ৪:৩৮ এএম says : 0
এই সব ফালতু খবর তো মনে হয় ভারতের পেপারেও দেয় না। যতসব
Total Reply(0)
Xavier ১৪ এপ্রিল, ২০১৯, ২:২৫ এএম says : 0
adult games casino online slots online real money casino adult games
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন