আত্মীয়তার সম্পর্কের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ক হযরত আয়েশা রা. থেকে বর্ণিত একটি হাদিসের মাধ্যমে গত নিবন্ধের লেখা শেষ করা হয়েছিল। সেই হাদিসটি দিয়েই আজ লেখা শুরা করা হলো। হযরত আয়েশা সিদ্দিকা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত্মীয়তার সম্পর্ক আল্লাহর আরশের সঙ্গে ঝুলে থেকে বলতে থাকে, যে আমাকে জুড়ে রাখল, আল্লাহ তাকে জুড়ে রাখুন। আর যে আমাকে বিচ্ছিন্ন করে ফেলল, আল্লাহও তাকে বিচ্ছিন্ন করে দিন।-সহীহ মুসলিম
এখানে জুড়ে থাকা ও বিচ্ছিন্ন হওয়ার অর্থ, আল্লাহর দয়া, ভালোবাসা ও ক্ষমার সঙ্গে সম্পর্ক থাকা ও না থাকা। আল্লাহ পানাহ দিন। তবে হ্যাঁ, অনেক সময় এমনও হয় বা হতে পারে যে, আমরা আমাদের দিক থেকে আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় সচেষ্ট আছি, কিন্তু হয়তো কোনো আত্মীয় এতৎসত্তে¡ও আমাদের থেকে দূরে থাকছে। অবহেলা, অবজ্ঞা করছে বা দুর্ব্যবহার করছে। এমতাবস্থায় কী করে সম্ভব তার সঙ্গে আত্মীয়তার বন্ধনকে রক্ষা করা?
হযরত আবু হুরায়রা রাযি. থেকেই বর্ণিত আরেকটি হাদীস শরীফে এ বিষয়টিও পরিষ্কার করা হয়েছে। তিনি বর্ণনা করেন, এক ব্যক্তি আরজ করল, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমার নিকটাত্মীয়রা এমন যে, আমি তাদের সাথে ভালো ব্যবহার করি কিন্তু তারা আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায়। আমি তাদের প্রতি দয়া-মায়া পোষণ করি, কিন্তু তারা আমার সাথে দুর্ব্যবহার করে। আমি তাদের প্রতি সহনশীলতা দেখাই, কিন্তু তারা আমার সাথে মূর্খতা ও বর্বরতা দেখায়।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বক্তব্য যদি সঠিক হয়ে থাকে, তবে তুমি যেন তাদের গরম অঙ্গার খাওয়াচ্ছ এবং আল্লাহর পক্ষ থেকে তোমার সঙ্গে সর্বদা তাদের বিরুদ্ধে সাহায্যকারী থাকবেন; যতদিন তুমি তোমার এ অবস্থায় অটল থাকবে।-সহীহ মুসলিম
এ হাদীসের প্রথম অংশে একজন লোক আত্মীয়দের সঙ্গে তার সম্পর্কের অবস্থা বলতে গিয়ে যখন এ কথাই প্রমাণ করল যে, সে তার তরফ থেকে একতরফা সুসম্পর্ক স্থাপনে সচেষ্ট থাকা সত্তে¡ও তার কিছু আত্মীয় তা চাচ্ছে না। বরং তার প্রতিটি ভালো আচরণের বিপরীতে মন্দ আচরণ ফিরিয়ে দিচ্ছে। বিষয়টি জটিল বটে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে জবাবে প্রথমে তার এই বর্ণনা সঠিক ও বাস্তব হওয়াকে শর্ত করেছেন।
তারপর বলেছেন, যদি এমনটিই হয়ে থাকে তবে তাদের বিরক্তি ও অনিচ্ছা সত্তে¡ও তোমার একতরফা এই ভদ্রতা ও অনুগ্রহ তাদের কাছে গরম অঙ্গারের মতোই অসহ্য লাগছে। অথবা তুমি তাদের গরম অঙ্গার খাওয়াচ্ছ- বাক্যটির দ্বারা উদ্দেশ্য এমনটিও হতে পারে যে, তোমার ভালো ব্যবহারের বিনিময়ে মন্দ ব্যবহারের কারণে তাদের জন্য পরবর্তী শাস্তিস্বরূপ গরম অঙ্গার রয়েছে, যা তাদের গিলে খেতে হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন