রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

অনুরাগ বসুকে ফিরিয়ে দিলেন কঙ্গনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৯, ৭:২৫ পিএম

অনুরাগ বসুর সঙ্গে তৃতীয় সিনেমায় কাজ করার কথা ছিল কঙ্গনা রানাউতের। কঙ্গনার প্রথম বলিউড সিনেমা ‘গ্যাংস্টার’ ছিল অনুরাগ বসুর সঙ্গেই। এর পরে দু’জনকে দেখা গিয়েছিল ‘লাইফ ইন এ মেট্রো’তে। তবে দুঃখের খবর রয়েছে তাদের ভক্ত-দর্শকদের জন্য। কঙ্গনা নাকি অনুরাগ বসুকে ফিরিয়ে দিয়েছেন। অনুরাগের তৃতীয় সিনেমাটি আর করছেন না এই অভিনেত্রী। তবে অনুরাগ বসু আশাবাদী যে তারা আবারো ভবিষ্যতে একসঙ্গে কাজ করবেন। অনুরাগ ও কঙ্গনার তৃতীয় সিনেমার নাম ছিল ‘ইমালি’। তবে কোনো রাগ কিংবা কোনো ক্ষোভে কঙ্গনা সরে যাননি অনুরাগের কাছ থেকে। আর কঙ্গনার এ চলে যাওয়া বিন্দু মাত্র কষ্ট দিতে পারেননি নির্মাতাকে। কারণ অনুরাগের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেই সিনেমাটি থেকে বিদায় নিয়েছেন নায়িকা।
এদিকে ভারতী গণমাধ্যমের খবরে বলা হয়েছে খুব শীঘ্রই অভিনেত্রী বসতে চলেছেন পরিচালনার চেয়ারে। এ জন্যই আপাতত নতুন কোনো চলচ্চিত্রের সঙ্গে জড়াতে নারাজ অভিনেত্রী।
নায়িকাকে নিয়ে অনুরাগ বসু জানিয়েছেন, ‘কথা ছিল নভেম্বরে সিনেমার শুটিং আরম্ভ করবো। কিন্তু তখন মণিকর্ণিকার শিডিউল পরিবর্তিত হয়। আর আমিও নিজের পরের সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে যাই। ইতিমধ্যে কঙ্গনাও ‘পাঙ্গা’ সিনেমা নিয়ে বেশ ব্যস্ত। তাইতো তারিখ সংক্রান্ত ঝামেলার কারণে আর হয়ে উঠলো না এই ছবিতে এক সঙ্গে কাজ। তবে নিয়তি আবারো আমাদের একসঙ্গে কাজ করতে বাধ্য করবে। আমি এ বিষয়ে খুবই নিশ্চিত। ’
এদিকে কঙ্গনা বলেছেন, ‘গত বছর যখন আমি ‘পাঙ্গা’ এবং ‘ইমালির কথা’ একসঙ্গে ঘোষণা করি, তখন অনুরাগ বসুর এ সিনেমাটি ২০১৮ সালের নভেম্বরে শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু তখন জানতাম না আমাকে মণিকর্ণিকার পরিচালনা এবং নতুন করে শুটিং করতে হবে। তাই আমাকে ‘ইমালি’ থেকে সরে আসতে হয়েছে। আমি দীর্ঘদিন ধরেই চাইছিলাম পরিচালনা করতে। তবে সে সময় আমি অনুরাগ বসুকে না করতে পারিনি।’
কঙ্গনা আরো বলেন, ‘অনুরাগ বসুর সিনেমা ছেড়ে বেরিয়ে আসা খুব কঠিন একটি সিদ্ধান্ত। আমি আর অনুরাগ এ নিয়ে কথা বলেছি। আমার খুব খারাপ লেগেছে এই কাজটা করতে না পারার জন্য। কারণ ‘ইমালি’র মাধ্যমে আমি আমার মেন্টরের সঙ্গে আরেকবার কাজ করার সুযোগ পেতাম। কিন্তু আমি আর কয়েক সপ্তাহের মধ্যেই নিজের সিনেমার ঘোষণা করতে চলেছি। আর সেটা অনেকটা সময় নিয়ে নেবে। এ বিষয়টা আমি অনুরাগকে জানিয়েছি। ও খুবই ভালো মানুষ। ফলে গোটা পরিস্থিতিটাই বুঝতে পেরেছে।’
উল্লেখ্য, ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমার সাফল্যের পরে কঙ্গনা আপাতত ‘মেন্টাল হ্যায় কেয়া’, ‘পাঙ্গা’ এবং জয়ললিতার বায়োপিকে অভিনয় করবেন বলে স্থির হয়েছে। এর মাঝেই তিনি পরিচালিকা হিসেবে একটি সিনেমা নির্দেশনা করতে চলেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন