মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কিশোরগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, পুলিশের দাবি ডাকাত সর্দার

কিশোরগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৯, ১১:২৭ এএম

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ মহরম আলী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত মহরম আলী কুখ্যাত ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে ভৈরবসহ বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও মাদক আইনে অন্তত ১২টি মামলা রয়েছে। মহরম আলী কালিপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের চাঁনপুর ব্রিজ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

ভৈরব থানার ওসি মোখলেছুর রহমান জানান, রাত ২টার দিকে গোপন সংবাদ পেয়ে শিমুলকান্দি ইউনিয়নের চাঁনপুর ব্রিজ সংলগ্ন এলাকায় পুলিশের একটি দল অভিযানে যায়। এ সময় ডাকাত দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা পিছু হটে। পরে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি করে গুলিবিদ্ধ এক যুবককে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে স্থানীয়রা জানান, নিহত যুবক এলাকার কুখ্যাত ডাকাত দলের সর্দার মহরম আলী। তার বিরুদ্ধে ভৈরবসহ বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও মাদক আইনে অন্তত ১২টি মামলা রয়েছে।

ঘটনাস্থল থেকে একটি এলজি, পাঁচ রাউন্ড কার্তুজ, দুটি রাম দা, ২৫ বোতল ফেনসিডিল ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন