শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চরফ্যাশনে গৃহবধূ হত্যার অভিযোগ

চরফ্যাশন (ভোলা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম


ভোলার চরফ্যাশনের নুরাবাদ গ্রামের লাকি (১৮) নামে এক গৃহবধুকে তার স্বামী রাসেল পিটিয়ে ও শ^াসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের পিতা মহসিন মাঝি সোমবার দুপুরে তার নিজবাড়িতে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
মহসিন মাঝি অভিযোগ করেন, নুরাবাদ গ্রামের রশিদ মাঝির ছেলে রাসেল ৮ মাস আগে লাকিকে বিয়ে করে । বিয়ের পর থেকে বিভিন্ন অজুহাতে রাসেল প্রায়ই লাকিকে মারধর করতো। এ নিয়ে সম্প্রতি স্থানীয়রা শালিস বৈঠকে বসলে রাসেল প্রথমে লাকিকে গ্রহণ করতে অস্বীকার করে। পরে রাসেলের আত্মীয় মন্নান মেম্বারের সমঝোতায় তাকে গ্রহণে রাজি হয়। তবে তাকে নিয়ে গাজীপুরের কোনাবাড়িতে বাসাভাড়া করে থাকবে বলে জানায়। এ সময় লাকি যেতে না চাইলেও রাসেল কিছুদিন আগে লাকিকে নিয়ে গাজীপুরের কোনাবাড়িতে ভাড়াটিয়া বাসায় নিয়ে যায়। শনিবার রাতে রাসেল তার বোন নুরজাহান ও তার ভগ্নিপতি মিলে লাকিকে পিটিয়ে ও শ^াসরোধ করে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত করে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন