শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ইয়াবাসহ তিন কারবারি আটক

বোয়ালমারী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি নতুন বাজার থেকে শুক্রবার বিকেলে ২শ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটকরা হলো বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলারণ গ্রামের মৃত লাল মিয়ার ছেলে ফরিদপুর রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী হাবিব মোল্যা (২৫), স্বপন কুমার দের ছেলে সজিব কুমার দে (২৮) ও মোটর সাইকেল চালক ছোলনা গ্রামের মোতালেব শেখের ছেলে ওমর শেখ (৩০)। আটকদের নামে থানার এসআই মো. সজিবুল ইসলাম বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন। মামলা নম্বর ২০।
থানা অফিসার ইনচার্জ একেএম শামিম হাসান বলেন, ইয়াবাসহ আটক তিন মাদক কারবারির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শনিবার সকালে তাদের ৫ দিনের রিমান্ড চেয়ে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আর বলেন, হাবিব মাদকের হোলসেলার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন