শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় মহিলা সহ আহত ৪

কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৯, ৪:০৯ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মহিলা সহ ৪জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল উপজেলার কুশলা ইউনিয়নের বিরামেরকান্দি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে ১২জনকে আসামী করে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। রাতেই পুলিশ আসামী রুহুল আমিন শেখ ও সজিব সিকদারকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছেন। বাদী অভিযোগে বলেন- একই গ্রামের আঃ মালেক শেখের ছেলে রিয়াজুল শেখ, আবু সালে শেখ, রুহুল আমিন শেখ, রুহুল আমিন শেখের ছেলে মহিবুল্লাহ শেখ, কালু সিকদারের ছেলে আদিল উদ্দিন সিকদার, আদিল উদ্দিনের ছেলে সজিব সিকদার, মেছের শেখের ছেলে ময়ুর আলী শেখ, আইয়ুব আলী শেখের ছেলে মুকুল শেখ ও ময়ুর আলী শেখের ছেলে ইকবাল শেখ, রসুল শেখ, ইমরুল শেখ, রবিউল শেখ পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ্আমাদের উপর হামলা চালায়,্ এতে আহাদ আলী শেখ (৫৮), সাকিব শেখ (১৮), রিনা বেগম (৩৮), ইয়াদ আলী শেখ (৩২) ও আলী শেখ (২৮) গুরুতর আহত হয়। আহতদের মধ্যে আহাদ আলী শেখের অবস্থা আসংখ্যাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপর একজন প্রথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরেছেন। এছাড়াও ১নং আসামী রেয়াজুল শেখের বিরুদ্ধে এ যাবৎ এলাকার ২৬জন ব্যক্তিকে মারপিট করার অভিযোগ রয়েছে। এর আগে সে পারুল বেগম নামের এক মহিলাকে মারপিট করার ঘটনায় আর একটি মামলা চলমান রয়েছে এবং পুলিশ সুপারের কাছে অভিযোগ করা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন