শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায়

পুরস্কার প্রদান অনুষ্ঠানে সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৩ মে, ২০১৯, ১২:১০ এএম

সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় সেনাবাহিনীকে সর্বোচ্চ সর্তকবস্থায় রাখা হয়েছে। যদিও দূর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী আগাম কোন নির্দেশনার জন্য অপেক্ষা করে না। কারই এ বিষয়ে করণীয় সম্পর্কে সেনাবাহিনীকে স্থায়ী নির্দেশনা দেয়া রয়েছে। গতকাল বৃহস্পতিবার সাভার সেনানিবাসে ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০১৯ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি। এসময় অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সাভার অঞ্চলের বিভিন্ন ইউনিট ও সংস্থার অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সৈনিকরা উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৫টি দল অংশগ্রহণ করে। ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড অঞ্চল দল চ্যাম্পিয়ন এবং ২৪ পদাতিক ডিভিশন অঞ্চল দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ৯ পদাতিক ডিভিশন অঞ্চল দলের সৈনিক মো. আব্দুল্লাহ আল মামুন শ্রেষ্ঠ ফায়ারার এবং ৬৬ পদাতিক ডিভিশন অঞ্চল দলের ল্যান্স কর্পোরাল মো. আশরাফুজ্জামান ২য় শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হন। সেনাপ্রধান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও সেনাবাহিনী প্রধান উক্ত ফায়ারিং প্রতিযোগিতার শ্রেষ্ঠ ৮ জন ফায়ারারকে ‘সেনাবাহিনী শ্রেষ্ঠ ফায়ারার’ ইনসিগনিয়া দেন। পরে সেনাবাহিনী প্রধান সাভার সেনানিবাসে হকি টার্ফ এর উদ্বোধন করেন । এছাড়াও তিনি সেখানে আর্মি ইন্সটিউট অব বিজনেস অ্যাডমিনেস্ট্রেশন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনসহ সাভার সেনানিবাসে নির্মিয়মান জেসিও’এস কোয়ার্টার ‘সেনা নবনীর’ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। সেনা প্রধান বলেন, ভারতের ওড়িশা উপকূলের দিকে ধেয়ে আসা প্রবল ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় সেনাবাহিনীর সকল ডিভিশন ও এরিয়া হেডকোয়ার্টারকে প্রস্তুত রাখা হয়েছে এবং সেনাবাহিনীর সংশ্লিষ্ট ডিভিশনগুলোর পক্ষ থেকে বেসামরিক প্রশাসনের সাথে যোগাযোগ স্থাপন করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন