চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর ইউনিয়নের বোরচর গ্রামের ৪টি অংশে ও মোহনপুর ইউনিয়নের বাহেরচর গ্রামে টর্নেডোতে লণ্ডভণ্ড হয়ে গেছে। শনিবার ভোর সাড়ে তিনটায় ২ থেকে ৩ মিনিটের এ টর্নেডোতে বোরচরে ৪০ ও বাহেরচরে ৩১ ঘর বিধ্বস্ত হয়েছে। মূলসহ গাছপালা ওপরে পড়েছে। এ সময় আহত হয়েছেন ১০/১২ জন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মতলবে বাতাসসহ থেমে থেমে বৃষ্টি হচ্ছে। শনিবার ভোর ৩টা থেকে বিদ্যুৎ বন্ধ রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান, বিষয়টি আমি নিশ্চিত হওয়ার পর সাথে সাথে সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন