শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঈদ ঘিরে তৎপর ট্রাফিক পুলিশ

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ২৪ মে, ২০১৯, ১২:০৫ এএম

ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেটে তৎপরতা বৃদ্ধি করেছে ট্রাফিক পুলিশ। বুধবার নগরে অভিযান চালানো হয়। অভিযানকালে গাড়ির বৈধ কাগজপত্র, বিশেষ করে গাড়ির ফিটনেস এবং চালকের ড্রাইভিং লাইসেন্স ঠিক না পাওয়ায় ২৫টি গাড়িকে কদমতলী টার্মিনালে ফেরত পাঠানো হয়। এ সময় গাড়ির কাগজপত্র ঠিক করে রাস্তায় নামার পরামর্শ দেওয়া হয়।
‘দ্রুত গতিতে গাড়ি চালাবেন না, নিরাপত্তাহীনভাবে ওভারটেকিং করবেন না, সাবধানে চালাব গাড়ি নিরাপদে ফিরব বাড়ি, সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি’ এসব শ্লোগান নিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও সড়কে শৃঙ্খলা আনার লক্ষ্যে এসএমপি ট্রাফিক বিভাগ প্রতিদিন মাইকিং এর মাধ্যমে সচেতনতা সৃষ্টির কাজ করে যাচ্ছে।
এসএমপি ট্রাফিক বিভাগ এবং সিলেট সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে সিলেট মহানগর এলাকায় অবৈধ পার্কিং এর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন