শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুয়াকাটায় পর্যটকদের হয়রানী বন্ধে সচেতনতামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৯, ৩:৪৮ পিএম

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটক হয়রানী বন্ধ, সৈকত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, খাবার হোটেলে মানসম্মত খাবার পরিবেশন,পর্যটকদের কাছ থেকে বাড়তি টাকা আদায় ও আচরণবিধি বিষয়ে সচেতনতামুলক মতবিনিময় সভা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কুয়াকাটা টুরিস্ট পুলিশের উদ্যোগে পর্যটন হলিডে হোমস’র হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সৈকতের ক্যামেরাম্যান, মোটরসাইকেল চালক, ছাতা চেয়ার, ট্যুরিজম ও পর্যটনমুখী ক্ষুদ্র ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোন’র সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.জহিরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিবুর রহমান শোভন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিপুর থানার ওসি (তদন্ত) মো.মাহবুবুল আলম, কুয়াকাটা পৌর প্যানেল মেয়র পান্না মিয়া, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু। সাংবাদিক হোসাইন আমির, জহিরুল ইসলাম মিরন, পৌর শ্রমিক লীগের সভাপতি মো.আব্বাস কাজী প্রমুখ।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারী ক্ষুদ্র ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন স্পীড বোট মালিক সমিতির সভাপতি বেল্লাল হোসেন, ট্যুরিজম ব্যবসায়ী বাচ্চু খলিফা, ফটোগ্রাফার সমিতির নেতা তৈয়বুর রহমান এবং ডাব বিক্রেতা আলকাচ মিয়া।
সভার সঞ্চালনা করেন ট্যুরিষ্ট পুলিশ জোন’র ইনস্পেক্টর মো.খলিলুর রহমান। ওই সভায় বিভিন্ন শ্রেনীর পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন