বাস্কেটবল খেলোয়াড় অ্যালেক্স রডরিগেজ ওরফে এ. রডের সঙ্গে গত মার্চে গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজের বাগদান হয়েছে। এটি তার জীবনের চতুর্থ বিয়ে। ‘ইট’স মাই পার্টি’ ট্যুরের একটি বিহাইন্ড-দ্য-সিন ভিডিওতে জেনিফার (৪৯) তার আসন্ন বিয়ের কিছু পরিকল্পনা প্রকাশ করেছেন এবং তার প্রথম দুই বিয়ের অসারতার কথাও জানিয়েছেন। “আমি এবার ঘটা করে বিয়ে করতে চাই এবং এবারের বিয়ে হবে গির্জায়, আমি কখনও গির্জায় বিয়ে করিনি,” তিনি বলেন। এই ভিডিওতে তিনি এ. রডের ভূয়সী প্রশংসা করে বলেন, “আমি যেখানে দুর্বল সেখানে সে আমাকে সাহায্য করে।” “আমার তিনবার বিয়ে হয়েছে। একবার টিকেছে নয় মাস আরেকবার ১১ মাস, তাই আমি সেগুলোতে গোনায় ধরি না।” তিনি ১৯৯৭ থেকে ১৯৯৮ পর্যন্ত ওহানি নোয়ার সঙ্গে এবং ২০০১ থেকে ২০০৩ পর্যন্ত ক্রিস জাডের সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে ইঙ্গিত দিয়েছেন। গায়ক মার্ক অ্যান্টনিকে তিনি ২০০৪ সালে বিয়ে করেন, বিবাহবিচ্ছেদ হয়েছে ২০১৪তে। জেনিফার ২০০৮ সালে যমজ সন্তানের (ছেলে ও মেয়ে) মা হন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন