গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ এবং অভিনেতা বেন অ্যাফ্লেকের কিংবদন্তীতুল্য রোমান্সের কথা বিনোদন বিশ্বের জানা; এই জুটি একসময় ‘বেনিফার’ নামে পরিচিত ছিল। গত কয়েকমাস ধরে তারা আবার এক হয়েছেন। সংবাদ আর সামাজিক মাধ্যমে তাদের নিয়ে আলোচনার অন্ত নেই। সম্প্রতি তারা একসঙ্গে অবকাশ কাটিয়েছেন। এই সময় জেনিফারকে তাদের সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি সবুজ সংকেত দেন। ‘জিগলি’ (২০০১) ফিল্মে অভিনয়কালে তারা অন্তরঙ্গ হন। বাগদানের (২০০২) পরও তারা দম্পতি হতে পারেননি। এবার তাদের ভক্তরা নতুন আশার আলো দেখে তাদের ‘বেনিফার ২.০’ নাম দিয়েছে। অতিরিক্ত সংবাদ মাধ্যমের আগ্রহ দেখেই তারা বাগদান ভেঙে দেন বলে জানান সেই সময়। জেনিফার এখন তার আসন্ন ফিল্ম ‘ম্যারি মি’র প্রচার নিয়ে ব্যস্ত। এই ফিল্মটির প্রচার উপলক্ষেই তিনি ‘দ্য টুডে শো’র উপস্থাপক হোডা কটবির মুখোমুখি হন। এই সময় তাকে জিজ্ঞাসা করা হয় তিনি চতুর্থ বার বিয়ে করেন কীনা। তিনি বলেন, ‘হ্যাঁ, আমার তাই মনে হয়। আপনারা আমাকে জানেন, আমি রোমান্টিক। আমি সবসময় এমনই।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন