শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

দুদকের আরেক কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৯, ১২:০৭ এএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক সাইদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ‘দায়িত্ব পালনে অবহেলা’ এবং ‘পেশাগত অসদাচরণ’র অভিযোগ এনে গতকাল বৃহস্পতিবার তাকে বরখাস্ত করে দুদক প্রশাসন। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল দুপুর ২টায় কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ ‘১০৬’ নম্বরের অভিযোগ কেন্দ্র আকস্মিক পরিদর্শনে যান। এ সময় সহকারী পরিচালক মো: সাইদুজ্জামানকে তিনি চেয়ারে দেখতে পাননি। চেয়ারম্যান খোঁজ নিয়ে জানতে পারেন, কাউকে না জানিয়ে তিনি ওই সময় অফিসের বাইরে ছিলেন। দুদক চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে ওই কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। প্রশাসন তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন চাকরি বিধিমালা, ২০০৮-এর বিধি অনুযায়ী সাময়িক বরখাস্তের চিঠি দেন। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও গৃহিত হয়।

উল্লেখ্য, এর আগে ১০ জুন অনুসন্ধান বিষয়ে আগাম তথ্যফাঁস করে দেয়ার অভিযোগে দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরকে সাময়িক বরখাস্ত করে কমিশন। পরে পুলিশের বরখাস্তকৃত ডিআইজি মিজানুর রহমানের কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে তার বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করে প্রতিষ্ঠানটি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন