শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

দুদকে বাছিরের পদে অন্য কাউকে নিয়োগে আপত্তি নেই

হাইকোর্টের আদেশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৯, ১২:৪১ এএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাময়িক বরখাস্তকৃত পরিচালক খন্দকার এনামুল বাছিরের পদোন্নতির জন্য মহাপরিচালক পদ খালি রাখার আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। এক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আলীর ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। এর আগে মহাপরিচালকের পদটি খালি রাখার জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন। রুলের চূড়ান্ত শুনানি পর্যায়ে কমিশন সেটি প্রত্যাহারের আবেদন দেয়। পুলিশের সাবেক ডিআইজি মিজানের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে খন্দকার এনামুল বাছিরকে সাময়িক বরখাস্ত করেছে দুদক। এখন তার বিরুদ্ধেও একাধিক তদন্ত চলছে।

আদালত থেকে বেরিয়ে দুদকের কৌঁসুলি খূরশিদ আলম খান জানান, হাইকোর্টের এ আদেশের ফলে দুদকের মহাপরিচালক পদে অন্য কাউকে নিয়োগ বা পদোন্নতি প্রদানে আর কোনো বাধা থাকলো না। এর আগে চলতিবছর ২৯ জানুয়ারি এক রিটের প্রেক্ষিতে এনামুল বাছিরের জন্য দুদকের মহাপরিচালক পদ খালি রাখার আদেশ দেন হাইকোর্ট। সেই এ পদে কেন তাকে নিয়োগ প্রদান করা যাবে না এই মর্মে রুলনিশি জারি করেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন