শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ভারত গেলেন রেলমন্ত্রী

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৯, ৩:৫৫ পিএম

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ভারত গেছেন। আজ শনিবার দুপুরে একটি ফ্লাইটে তিনি ভারত সরকারের রেলমন্ত্রীর আমন্ত্রণে সেদেশে যান।
রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, আট সদস্যের প্রতিনিধিদলে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দু’জন সদস্য মো. আসাদুজ্জামান নূর এমপি (নীলফামারী-২) এবং হীরা মোহাম্মাদ ইব্রাহিম এমপি (নোয়াখালী-১) সহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের প্রতিনিধি রয়েছেন।

এ সফরে প্রতিনিধিদলটি ভারতের রেলওয়ের বিদ্যমান ক্যাটারিং, টিকিটিং ব্যবস্থা ট্রেনের অপারেশনসহ বিভিন্ন ব্যবস্থাপনা দেখবে। ভারতের লাইন অব ক্রেডিটের অর্থায়নে চলমান প্রকল্পের বিষয় এবং ভারতের অনুদানে ১০টি ব্রডগেজ ও ১০টি মিটারগেজ লোকোমোটিভ দ্রুত সরবরাহের বিষয়সহ একাধিক বিষয় নিয়ে ভারত সরকারের সঙ্গে প্রতিনিধিদলটি আলোচনা করবে।

আগামী ৮ আগস্ট বাংলাদেশ প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন