শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সুবর্ণচরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে জয়শ্রী রায় (২০) নামের এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল রোববার বিকেল ৩টার দিকে পশ্চিম চরবাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জয়শ্রী রায় ওই গ্রামের বিহারির মেয়ে। তিনি সৈকত সরকারি কলেজের ¯œাতক (সম্মান) বিভাগের ছাত্রী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতবছর ফেনীর দাগনভ‚ঁইয়ার কমল দাসের সাথে জয়শ্রীর বিয়ে হয়। বিয়ের ২৭দিন পর কমল দক্ষিণ আফ্রিকায় চলে যায়। যাওয়ার পর থেকে তার সাথে কমলের সম্পর্ক ভাল যাচ্ছিল না। এর মধ্যে জয়শ্রী জানতে পারে কমলের আরো একটা স্ত্রী আছে। ঘটনাটি মোবাইলে জানানোর পর কমল জয়শ্রীর সাথে খারাপ আচরণ করে আসছিলো।
চরজব্বর থানার ওসি সাহেদ উদ্দিন জানান, জয়শ্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন