বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সাবেক বিচারক রেজাউল করিমকে সম্পদ বিবরণীর নোটিস দুদকের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৯, ১:২৮ এএম


ঢাকার বিভাগীয় আদালতের সাবেক বিচারক (জেলা ও দায়রা জজ) মো. রেজাউল করিম খান চুন্নুর সম্পদ বিবরণীর নোটিস দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার পরিচালক কাজী শফিকুল আলম দুদক আইনের ২৬(১) ধারায় তাকে সম্পদ বিবরণীর নোটিস দেন। প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে হবে। নোটিসে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে যে, আপনি (মো. রেজাউল করিম খান ) জ্ঞাত আয়ের বহির্ভূত নামে- বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। নোটিস প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে নির্ভরশীল ব্যক্তিবর্গের যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দুদকে দাখিল করতে বলা হয়। এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রেজাউল করিম খানকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন