ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, কাশ্মীর ইস্যু জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা হওয়ার পর তা এখন আর ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়। এটা এখন আন্তর্জাতিক ইস্যু।
এক বিবৃতিতে তিনি বলেন, ভারত সরকার কাশ্মীরকে মৃত্যুপুরিতে পরিণত করেছে। কাশ্মীরের মসজিদগুলো তালাবদ্ধ, গোটা কাশ্মীর জুড়ে কারফিউ জারি করা হয়েছে। তিনি বলেন, ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীর নিয়ে পরিস্থিতি সংকটাপন্ন হয়ে উঠেছে। জাতিসংঘের কার্যকর ভূমিকার মধ্য দিয়েই এ সঙ্কট নিরসন হতে পারে।
মুফতী ফয়জুল করীম বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যেমন শুধুমাত্র এ দেশের অভ্যন্তরীণ বিষয় ছিল না, তেমনিভাবে কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়। এসময় তিনি কাশ্মীরের সাধারণ মানুষদের স্বাধীনতার জন্য বাংলাদেশ সরকারকে সহায়তা করার আহ্বান জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন