গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) সাতাশ গাজীপুরা এলাকায় একটি সুয়েটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শনিবার সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর জানান, সাতাশ গাজীপুরা এলাকায় লাইট হাউজ ফিনিসিং সেন্টার নামে একটি সুয়েটার কারখানার আটতলা ভবনের সাত তলায় আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে করে আগুন নেভায়।
আগুনে ওই কারখানায় থাকা কার্টন পুড়ে গেছে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে। বিদ্যুতের তার পুড়ে এ আগুনের সূত্রপাত হয়েছে বলেও জানান সিনিয়র স্টেশন অফিসার আতিকুর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন