চট্টগ্রামে সাতকানিয়া উপজেলার কেরানীহাট নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মার্কেটের দ্বিতীয় তলায় ক্যান্ডি রেস্টুরেন্ট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
জানা যায়, সাতকানিয়া ও লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের চারটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সকাল সাড়ে ৯টার দিকে লাগা এ আগুন শেষ খবর পাওয়া পর্যন্ত পাশের ওয়ালটন শোরুমে চারটি কক্ষে ছড়িয়ে পড়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া ফায়ার সার্ভিসের ডিউটি ইনচার্জ জিএসম মো. মারুফ। তিনি বলেন, ঘটনাস্থলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। ওনারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, মার্কেটের দ্বিতীয় তলার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। আমরা ঘটনাস্থলে আছি। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন