নগরীর পাঁচলাইশ থানার শুলকবহরে একটি বস্তিতে আগুনে পুড়ে গেছে শতাধিক বসত ঘর। শুক্রবার সকালে শুলকবহর ও মীর্জারপুলের মাঝামাঝি ডেকোরেশনের গলির বস্তিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে নগরীর পাঁচটি ইউনিটি থেকে ফায়ার সার্ভিসের ১৫টি গাড়ি সেখানে ছুটে যায়। বিকেলে ৩টায় আগুন নেভানো সম্ভব হয়। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে ফারেনি ফায়ার সার্ভিস।
তবে স্থানীয়রা ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। বসতঘর হারিয়ে সেখানে মানুষের আহাজারি চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে ওই বস্তিতে অগ্নিকা-ের সূত্রপাত।
পরে তা ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে। এতে শতাধিক ঘরের ওই বস্তিসহ আশপাশের লোকজন আতঙ্কে ছোটাছুটি করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন