বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিন পদে রদবদল করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিমানের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আজিজুল ইসলাম স্বাক্ষরিত রদবদলে আদেশ জারি করা হয়। আদেশটি অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
বিমানের মহাব্যবস্থাপকের স্বাক্ষরিত আদেশে বলা হয়, বিমানের জেলা বিক্রয় ও বিপণন পরিদফতরের মহাব্যবস্থাপক মো. শওকত হোসেনকে কেন্দ্রীয় বিক্রয় ও বিপণন বিভাগের বিপণন ও বিক্রয় পরিদফতরের মহাব্যবস্থাপক পদে বদলি করা হয় একই সঙ্গে তিনি বিপণন ও বিক্রয় বিভাগের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্বে থাকবেন।
অপরদিকে বিপণন ও বিক্রয় বিভাগের পরিচালক পদ থেকে মাহবুব জাহান খানকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট বিভাগের অধীন মোটর ট্রান্সপোর্ট পরিদফতর থেকে উপ-মহাব্যবস্থাপক শামসুল করিমকে জেলা বিক্রয় ও বিপণন পরিদফতরে বদলি করা হয়েছে। পরিদফতর নিরাপত্তা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোখলেছুর রহমান মৃধাকে প্রকিউরমেন্ট আইন বিভাগের উপ-বিভাগ যানবাহনে বদলি করা হয়েছে।
মন্তব্য করুন