শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মাধবপুরে শিক্ষকের পিটুনিতে শিক্ষার্থী গুরুতর আহত

ব্যবস্থা নিতে ইউএনওকে বিমান প্রতিমন্ত্রীর নির্দেশ

মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৯, ১২:০৪ এএম

হবিগঞ্জের মাধবপুরে এক ধর্মীয় শিক্ষকের এলোপাতারি পিটুনিতে জেএসসি পরীক্ষার্থী সাইফুল ইসলাম (১৩) গুরুতর আহত হয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গত বুধবার উপজেলার সাহেবনগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। দেবীপুর গ্রামের ছাত্রের পিতা দুলাল মিয়া জানান, ওই দিন সকালে তার ছেলে জেএসসি পরীক্ষার্থী সাইফুল ইসলাম প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ধর্মীয় শিক্ষক আশিকুর রহমান এক ছাত্রের মাধ্যমে সাইফুলকে ডেকে নিয়ে এলোপাতারি লাঠি দিয়ে পিটিয়ে সারা শরীরে আঘাত করে। সাইফুল চিৎকার শুরু করলে ওই শিক্ষক টিসি দিয়ে স্কুলে থেকে বের করে দেয়ারও হুমকি দেয়। তবে কি কারণে ধর্মীয় শিক্ষক আশিকুর রহমান সাইফুলের উপর এ নির্মম নির্যাতন করেছে তা জানাতে পারেনি সাইফুলের পরিবার। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এখন সে সারা শরীরের ব্যথা ও যন্ত্রণায় হাসপাতাল বেডে কাতরাচ্ছে।

এদিকে বিষয়টি নিষ্পত্তি করার জন্য একটি মহল তৎপর হয়ে উঠেছে। শিক্ষকের পিটুনিতে ছাত্র গুরুতর আহত হওয়ার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী হাসপাতাল পরিদর্শনে গিয়ে আহত ছাত্রের পাশে দাঁড়ান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ওই শিক্ষককে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারানকে নির্দেশ দিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক উসমান মিয়া জানান, বিষয়টি নিন্দনীয়। ছাত্রের চিকিৎসার খোঁজ খবর নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষী শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন