ময়মনসিংহের ফুলপুরে স্কুল ছাত্রীকে ইভটিজিং এর অপরাধে জহিরুল ইসলাম (২৮) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সে ফুলপুর উপজেলার চর সাহাপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
জানা যায়, সাহাপুরে রহিমা আব্দুল্লাহ মডেল স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী জেনি আক্তার (১৩) শুক্রবার বাদ জুমা পিতার দোকানের পাশে টিউবওয়েলে কাজ করার সময় একই গ্রামের জহিরুল ইসলাম তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। এসময় জেনি ডাকচিৎকার ও কান্না শুরু করলে বখাটে জহিরুল ইসলাম পালিয়ে যেতে চায়। তখন জনৈক মহরম আলী ঘটনা দেখে ও শুনে ইভটিজার জহিরুল ইসলামকে দৌড়ে গিয়ে আটক করে। সাথে সাথে স্থানীয় লোকজন এসে তাকে ঘিরে ধরে এবং পুলিশকে সংবাদ দেয়। এ সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) তৃপ্তি কণা মন্ডল ও ফুলপুর থানার এসআই মেহেদি হাসান সুমন পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং জহিরুল ইসলামকে আটক করেন । সেখানে বিকালে ভ্রাম্যমান আদালত বসিয়ে ইভটিজিং এর অপরাধে জহিরুল ইসলাম (২৮)কে ৫০৯ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৃপ্তি কণা মন্ডল । পরে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ডপ্রাপ্ত বখাটে জহিরুল ইসলামকে পুলিশ নিয়ে যায়।
ফুলপুর থানার এসআই মেহেদি হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন