শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

দু’দিন ব্যাপী ত্রিনয়নী নাট্যোৎসব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

সবুজবাগে অবস্থিত বরদেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে আজ থেকে শুরু হচ্ছে দু’দিন ব্যাপি ত্রিনয়নী নাট্যোৎসব। এবারের নাট্যোৎসবের স্লোগান ‘মঞ্চের উচ্চারণ শুভবোধের উন্মোচন’। দুদিন মঞ্চায়ন হবে চারটি নাটক। আজকের উদ্বোধনী মঞ্চায়নে লোক নাট্যদল পরিবেশিত লিয়াকত আলী লাকী অভিনীত নির্দেশিত, ময়মনসিংহ গীতিকা আশ্রিত নাটক সোনাই মাধব। এরপর মঞ্চায়িত হবে পদাতিক নাট্য সংসদ প্রযোজিত নাটক বেদের মেয়ে। আগামীকাল মঞ্চায়িত হবে ঢাকা পদাতিকের নাটক পাইচো চোরের কিস্সা এবং সংস্কার নাট্যদলের নাটক গীতি চন্দ্রাবতী। উৎসব আয়োজন নিয়ে নাট্যোৎসবের আহ্বায়ক এবং বরদেশ্বরী কালী মন্দিরের সভাপতি লায়ন চিত্ত রঞ্জন দাস বলেন, শারদীয় নাট্যোৎসবে বিপুল দর্শক সমাগমের কারণে আমরা অনুপ্রাণিত হয়ে কালীপূজা উপলক্ষে দু’দিন ব্যাপী নাট্যোংসব করছি। বিনোদন ও শিক্ষার যুগ্ম অবস্থানে নাট্য পরিবেশন আমাদের উৎসবকে পরিপূর্ণতা দেবে বলেই বিশ্বাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন