শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

লোকমান ইস্যুতে কঠোর অবস্থানে রাসেল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৯, ৯:০৭ পিএম

ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া ইস্যুতে কঠোর অবস্থানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল, এমপি। মঙ্গলবার সচিবালয়ে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি লোকমানকে নিয়েও কথা বলেন। সম্প্রতি মতিঝিলস্থ মোহামেডান ক্লাবে ক্যাসিনো কান্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছেন লোকমান। তারপরও কেন তাকে বিসিবিতে রাখা হয়েছে, যেখানে এ বিষয়টি নিয়ে মতামত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজেও। বিসিবির পরিচালকের পদ থেকে কেন লোকমানকে সরানো হচ্ছে না? এমন প্রশ্নের উত্তরে কাল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, ক্রিকেট বোর্ড একটা গঠণতন্ত্র মেনে আইসিসির নিয়ম অনুযায়ী চলে। তবে যেহেতু ইতোমধ্যে প্রায় প্রমাণিত হয়েছে যে, লোকমান ক্যাসিনো কান্ডে জড়িত ছিল। তাই আমার মনে হয় এখনো তাকে বিসিবিতে রেখে দেয়াটা অন্যরা ভালো চোখে দেখছেন না। অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া উচিত। আমার মতে দ্রুত লোকমানকে বিসিবির পরিচালকের পদ থেকে সরিয়ে দেয়া দরকার। পরবর্তীতে যদি আইনগতভাবে সে নির্দোষ প্রমাণিত হয় তখন দেখা যাবে। এখন যেহেতু প্রমাণ হয়েছে সে ক্যাসিনো কান্ডে জড়িত এবং তার টাকা পাচারের কথাগুলোও উঠে এসেছে, তাই ব্যক্তিগতভাবে আমি মনে করি তাকে বিসিবি থেকে সরিয়ে দেয়া উচিত।’ তিনি যোগ করেন,‘আমি লোকমান প্রসঙ্গে বিসিবি সভাপতির সঙ্গে কথা বলেছি। তাকে বলেছি বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্তে আসা উচিত। বিসিবি সভাপতি বলেছেন বিষয়টি খতিয়ে দেখবেন তিনি।’ ক্যাসিনো ঘটনার প্রায় একমাস পার হলেও লোকমানের ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি বিসিবি। এ নিয়ে রাসেল বলেন,‘আসলে এরপর অনেক ঘটনা সামনে চলে আসায় এ বিষয়টি আর ওঠেনি। বিশেষ করে ক্রিকেটারদের ধর্মঘট। সামনে আমাদের ভারত সফর। ক্রিকেটারদের বিষয়ে আমরা বেশি গুরুত্ব দিয়েছি যাতে দ্রুত সমাধান হয়। এরপর সাকিবের ঘটনা চলে আসায় আমরা এখন সবাই উদ্বিগ্ন। তারপরও আমি বলবো লোকমানের ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব সিদ্ধান্ত নেয়া উচিত বিসিবির।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন