শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষাঙ্গন

পাবিপ্রবি ভিসির পদত্যাগসহ এক দফা দাবীতে উত্তাল হয়ে উঠেছে

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৯, ৫:৪০ পিএম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে উঠেছে। পাবিপ্রবি’র ভিসি এবং প্রক্টরিয়াল বডির সকল সদস্য, ডীনদের পদত্যাগের এক দফা দাবীতে আজ শনিবার শিক্ষার্থীরা বেলা ১১ টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। এ পর্যায়ে তারা ভিসি’র বাস ভবন ঘেরাও নানা শ্লোগান দিতে থাকেন। চলমান বিক্ষোভ আন্দোলন দুপুর আড়াই টার দিকে সমাপ্ত হয়। শিক্ষার্থীদের এক দফা দাবী বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি চলবে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। এদিকে, এই পরিস্থিতি নিয়ে প্রক্টরিয়াল বডি, অনুষদের ডীনদের সাথে বৈঠক করেছেন পাবিপ্রবি’র ভিসি প্রফেসর ড. এম. রোস্তম আলী। তবে বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে তা এখনও জানা যায়নি। প্রায় ২ মাস ধরে চলে আসছিল ইটিই ও ইইই অনুষদের শিক্ষার্থীদের একিভূত করা নিয়ে পৃথক পৃথক আন্দোলন । ইটিই অনুষদের শিক্ষার্থীরা চাইছেন তাদের ইইই (ট্রিপলিতে) একিভূত করা হোক । আর ট্রিপলি বিভাগের শিক্ষার্থীরা এই দাবীর বিপরীতে আন্দোলন বিক্ষোভ করছিলেন। এর মধ্যে গত ২৪ অক্টোবর এক চাকুরী প্রার্থীর কাছে ঘুষ গ্রহণের কথাবার্তা ভাইরাল হয়ে পড়ে। পাবিপ্রবিতে এই ঘটনা চাউড় হলে শিক্ষার্থীরা অডিও বিষয়ে ভিসির ঘুষ দাবীর নিরপেক্ষ স্বাধীন তদন্ত কমিটিসহ ৪ দফা আন্দোলনে মাঠে নামেন। এই চার দফা পরে ১২ দফায় পরিনত হয়। কোনো দাবী বাস্তবায়ন না হওয়ায় তিনদিন ধরে শিক্ষার্থীরা ভিসিসহ প্রক্টরিয়াল বডির সদস্যদের পদত্যাগের এক দফা দাবী নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ-আন্দোলন শুরু করেন। এই আন্দোলনের সাথে ছাত্রলীগ সংহতি প্রকাশ করেছেন। প্রায় ২ মাস যাবৎ পাবিপ্রবি’র ২টি অনুষদের শিক্ষা কার্যক্রম ব্যহত হয়ে পড়ে। এখন এক দফা দাবীর কারণে কার্যত: পাবিপ্রবিতে অচল অবস্থার সৃষ্টি হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন