শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আমরা সরকারে আছি, আমরাও পেঁয়াজ খাই, আমরাও কষ্ট পাচ্ছি: পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৯, ৮:০৫ পিএম

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘পেঁয়াজ নিত্য প্রয়োজনীয় একটি পণ্য। বর্তমান বাজারে এর অস্বাভাবিক দাম বাড়ায় সবার কষ্ট হচ্ছে। দাম স্বাভাবিক করতে সরকার যেভাবেই পারছে সেভাবেই পেঁয়াজ আমদানি করছে। বিমানে, ট্রেনে, ট্রাকে, বাসে সবকিছু দিয়েই পেঁয়াজ আনা হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা সরকারে আছি, আমরাও পেঁয়াজ খাই। আমরাও পেঁয়াজের জন্য কষ্ট পাচ্ছি।’

বিমান ছাড়াও ট্রেন, ট্রাক, বাসে করেও পেঁয়াজ আসছে। আজ শনিবার দুপুরে সিলেটের আম্বরখানায় অটিজম শিশুদের জন্য বিশেষায়িত একটি স্কুলের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

এম এ মান্নান বলেন, ‘পেঁয়াজের বর্তমান বাজার দর নিয়ে সরকার চিন্তিত, তবে শিগগিরই এর দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। অচিরেই বাজার নিয়ন্ত্রণে আসবে।’

বাজার অস্থিতিশীল করতে সিন্ডিকেট সক্রিয় থাকলে এদের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান মন্ত্রী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Tareq Sabur ১৬ নভেম্বর, ২০১৯, ১০:২৩ পিএম says : 0
This minister is a damn liar. Please think, they have illegal income, then how they are suffering?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন