শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

লাইফ সাপোর্টে প্রখ্যাত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন চলচ্চিত্রের প্রখ্যাত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে গ্রীণ লাইফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার চিকিৎসা চলছে। চলচ্চিত্রে অত্যন্ত সজ্জন হিসেবে পরিচিত বরেণ্য এই চিত্রগ্রাহক অনেকদিন ধরেই ডায়াবেটিস ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। সোমবার সন্ধ্যায় হঠাৎ কাশির সাথে রক্ত দেখা দেয়। অবস্থা গুরুতর হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাহফুজুর রহমান প্রখ্যাত চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চুর শিষ্য। তিনি তার অধীনে সহকারী চিত্রগ্রাহক হিসেবে ১৯৭০ সালে দর্পচূর্ণ ও ১৯৭১ সালে স্মরলিপি চলচ্চিত্রে কাজ করেন। প্রধান চিত্রগ্রাহক হিসেবে তার প্রথম কাজ ১৯৭২ সালের আবুল বাশার চুন্নু পরিচালিত কাঁচের স্বর্গ। মাহফুজুর রহমান খান চলচ্চিত্রের চিত্রগ্রহণের জন্য নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আটবার বাচসাস পুরস্কার এবং একবার বিশেষ বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন