শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বিপিএলকে বড় সুযোগ ভাবছেন মোসাদ্দেক

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৯, ৮:০০ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বড় সুযোগ মনে করছেন জাতীয় দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। মোসাদ্দেকের ভাষ্যমতে, 'বিপিএল আমার জন্য বড় সুযোগ। আমি মনে করি নিজেকে এখানে দেখানোর সুযোগ আছে।'
মোসাদ্দেকের বিশ্বাস বিপিএলে এই পজিশনে ভালো খেলতে পারলে জাতীয় দলেও ব্যাটিং অর্ডার এগিয়ে চার কিংবা পাঁচে নামানোর কথা চিন্তা করবেন নির্বাচকরা। টুর্নামেন্ট শুরুর শুরুতে ব্যাটিং অর্ডার নিয়ে এমনটাই জানান সিলেট থান্ডারের অধিনায়ক, 'ঘরোয়া ক্রিকেটে আমি চার-পাঁচেই ব্যাটিং করার চেষ্টা করি। জাতীয় দলে এমন সুযোগ মেলেনি। বিপিএলে ভালো করলে কোচ-নির্বাচকরা হয়ত জাতীয় দলে উপরে ব্যাটিং করানোর বিষয়ে চিন্তা করবেন।'
বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে মোসাদ্দেকের নেতৃত্বাধীন সিলেট থান্ডার। আগামীকাল বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। প্রথম ম্যাচে সিলেটের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন